TOP
Saturday, August 30, 2014
09:09:42 PM

দীপিকা পাডুকোন ৩০ কেজি ওজনের পোশাক পরলেন!

12:47 PM, October 28th, 2013

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা: ৩০ কেজি ওজনের পোশাক পরলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। মুক্তি প্রতীক্ষিত ‘রামলীলা’ ছবিতে তাকে গুজরাটের ঐতিহ্যবাহী নকশাকৃত ঘাগড়া-চোলি পরতে দেখা যাবে।

সঞ্জয় লীলা বানসালির বহুল আলোচিত এ ছবিতে দীপিকার পরিহিত সবুজ ও লাল রঙের কাপড়ে সোনালি-লাল এবং কালো সুতার কারুকাজের ঘাঘড়াটির নকশা করেছেন ভারতের স্বনামধন্য ডিজাইনার আনজু। ছবিতে দীপিকাকে পোশাকটি পরে রণবীর সিংয়ের সঙ্গে নৃত্য পরিবেশন করতে দেখা যাবে।

শুটিংয়ের সময় ঘাঘড়াটি গায়ে জড়াতে দীপিকাকে ৪ বোতল এনার্জি ডিংকস পান করতে হয়েছিল। ছবিটি সেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েটের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে। ছবিটি আগামী ১৫ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে।


শিরোনাম