TOP
Monday, September 1, 2014
09:09:42 PM

জুটিবদ্ধ হচ্ছেন ইমন-আলিশা

11:54 AM, December 1st, 2013

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা:পরিচালক চাষী নজরুল ইসলামের ছবি ভুল যদি হয়-তে প্রথমবারের মত জুটিবদ্ধ হন ইমন ও আলিশা প্রধান। ছবিটির কাজ প্রায় শেষের পথে। আগামী ২ ডিসেম্বর থেকে একই পরিচালকের নতুন ছবি অন্তরঙ্গ-তে আবারো জুটি হয়ে কাজ শুরু করবেন ইমন ও আলিশা।
এ বিষয়ে আলিশা বলেন, এ ছবিটি কার্নিভাল মোশান পিকচার্স প্রযোজনা করছে। আর ইমনের সাথে এটি হবে আমার দ্বিতীয় ছবি। আশা করছি, ছবিটির কাজ খুব ভালোভাবে শেষ করতে পারব আমরা।২ ডিসেম্বর বিকেলে বিএফডিসিতে ছবিটির শুভ মহরত অনুষ্ঠান হবে বলে জানা যায়।


শিরোনাম